যুদ্ধ আমি করিনি আদৌ

তবুও পরেছি আজ যুদ্ধের সাজ

যুদ্ধের সনদ সর্বত্র দেখাতে

লাগেনি শরম, একটুও লাজ।


বিবেক বোধ সবই আজ 

নর্দমার জলে দিয়েছি ভাসিয়ে

বিত্তের কাছে শির নত করে

চেতনার মশাল দিয়েছি জ্বালিয়ে


আছে যত চেতনার নাম

সবই আমার মন মাজারে

সময় মতো খোসল পাল্টে

বেঁচে দেই সব ভবের বাজারে।


আছেন যত রুই কাতলা

বোয়াল, টেংরা কিংবা ইলিস

তেল মেরে করি স্বার্থ সিদ্ধি

বোঝেনা ওরা আমি কি জিনিস


চেতনার বাজার বড্ড গরম

বেচাকেনা সবখানে চলছে বেশ,

আমার মতো কপট চেতনাবাজে

ভরে গেছে সারা বাংলাদেশ


১৩ জুন ২০২১, রংপুর