আমার বিবর্ণ দেহ,
বিবর্ণ মন,
বিবর্ণ সময়,
আবেগময় কিছুক্ষন।
আমার অর্থহীন আবেগ,
অর্থহীন বর্ণ ছাড়া চোখের পানি,
অর্থহীন এই সকল কথা বলা,
খুবই অর্থহীন এই তোমার সাথে চলা।
মূল্যহীন এই লাল গোলাপ ফুল,
মূল্যহীন সব করে ফেলা ভুল।
মুলনহীন এই হৃদয়ে রক্তক্ষরণ,
মূল্যহীন আজ মনে রাখা, তোমার শত বারণ।
বিবর্ণ আজ একটি ছেলে,
অর্থহীন অপেক্ষায়।
মূল্যহীন সময় যে তার,
রোজই কেটে যায়।