ঝাপসা আভায় রোমাঞ্চিত শহর! 
এই ঝাপসা আলোতে মুখোমুখি 
হওয়ার সাহস নেই প্রাক্তনদের! 
কুহেলিকা গ্রাস করেছে আভাকে! 
এই কুহেলিকার আঁধারে লুকায়িত 
শত শত প্রেমিক - প্রেমিকারা। 
কুহেলিকার বৃষ্টিতে স্নান করছে শত শত 
 পথের উদাম জনতা! 
জানো, এবার হিম কুহেলী আর মহিরুহে। 
জুবুথুবু শালিক-দোয়েলের জীবন। 
তোমাকে নিয়ে আর কুহেলীর চাদর 
পড়ে সারা শহর দেখা হলো  না।