ধানে,পান এ ধন্য সবুজে ভরা
রাজশাহী মোদের দুষণ মুক্ত
রাবি, রাজশাহী কলেজ
রামেক আর রুয়েট যুক্ত।

শিক্ষা নিতেই আসে দূর দূরান্তের লক্ষ ছাত্র
পদ্মাপাড়ের শীতল হাওয়ায় শান্ত
এই শহরের কোটি জনতার মন তো
ঘন বসতি মুক্ত, শিক্ষাপ্রতিষ্ঠানের নাই যে অন্ত।

পুকুর পুষ্কুনি আর মাছে ভরা
দেশী চাউলের ভাত খায় যে তারা
অতিথি আপ্যায়নে উতলায় উদার
বিভেদ ভুলে বাস করতে চায় যে সর্বদা।

কত শিল্পী, কত লেখক, সাংবাদিক 
রয়েছে ব্যাংকার, স্বর্ণ শিক্ষিকা শিক্ষক 
জন্মেছে যে কত বলিষ্ঠ রাজনীতিবিদ,ব্যবসায়ী
জজ,ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও কৃষক।

রাজশাহী এক অনন্য নাম
শিক্ষা নগরীর  গ্রীণ শহর আজীবন 
এই বিভাগের সকল জনগণ কেমন যেন
সহজ সরল সাধারণ তাদের জীবনযাপন।