আবার যদি টং এর দোকানে যায়,
বেনসনের ধোয়া আর নয়,
কলা চুবিয়ে দুধ চা খাবো,
তুমি আর আমি।
এবার যদি সত্যিই বেঁচে যায়,
ভীষন করে ভালোবাসবো তোমায়।
যেমন করে ভালোবাসলে,
হারাবে না তুমি।
পদ্মার তীরে সন্ধ্যা নামা দেখবো,
দেখবো কয়েকশত প্রেমিকের পাগলামী,
ভীষন করে ভালোবাসবে।
এবার যদি ঘরে ফিরি,
ভীষন একটা ভালো মানুষ হয়ে ফিরবো,
মারামারি, হানাহানি তুচ্ছ করে,
আনন্দে কবিতা লিখবো তোমায়।
একটা সুন্দর পৃথিবী চাই,
তোমায় ঘৃনা করতে চায়না।
Post a Comment
Post a Comment