বৈচিত্র্যময় পৃথিবী । বৈচিত্র্য দেখতেই বিকেলে বের হলাম। কিছুদূর যেতে না যেতেই গুড়ি গুড়ি বৃষ্টি। অর্ধ কিলোমিটার দূরে একটা দোকান দেখতে পেলাম, ভাবছি সেখানে আশ্রয় নেব। হঠাৎ মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। ভাবছি ফোনটা ধরবো কি ধরবো না। কিন্তু মনের মধ্য থেকে কে যেন বলছে একটা খবর আছে, তাই ফোনটা ধরলাম। ধরতেই একটা মেয়ের কন্ঠ নাইটিংগেল এর মত সুরে ভেসে আসছিল, "কেমন আছো?" এ কেমন কণ্ঠ আমার মনকে উদাসীন করে তোলে। এত সুন্দর মধুর কন্ঠ আমি মনে হয় এর আগে হাজার বার শুনেছি। আমি উত্তর দেওয়ার আগেই সেই কন্ঠে ভেসে আসছিলো তুমি কি আমাকে চিন্তে পেরেছো। উত্তরে আমি বললাম আমি তো তোমাকে কখনো ভুলে যাইনি। এত দিন কই ছিলে? আমি তোমাকে নিয়ে প্রতিদিন হাজারো স্বপ্ন দেখি।মনের মাঝে কতো দুষ্টু মিষ্টি চিত্র আঁকি। তুমি আমাকে ভুলে থাকতে পারলে? আমার প্রশ্নের উত্তর পেলাম না। সে বলল আমাকে নিয়ে এখনও স্বপ্ন দেখো? আমি হ্যাঁ বলতে যাব তখনি সে বলল। আমাকে নিয়ে আর স্বপ্ন দেখো না। আমাকে পারলে ক্ষমা করে দিও।জানি অপেক্ষার দিনগুলো বড় কঠিন। তাই আমার জন্য আর অপেক্ষা করো না। এই বলে ফোনটা কেটে দিলো। হতভম্ব আর নীড় ভাগ হয়ে ফোনটা পকেটেই রেখে দিলাম। হয়তো এমন ফোন আর কোন দিন আসবে না। ওহে স্বপ্ন ওহে আশা একটি মুহুর্তে শেষ হয়ে গেলো।
ততক্ষণে বৃষ্টি শেষ হয়েছে। বৃষ্টির পানি নিচু জমিতে গড়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম আমার দুই চোখের লবনাক্ত জল বৃষ্টির পানির সাথে সঙ্গ নিয়েছে। বাড়ি ফিরছিলাম আর ভাবছিলাম। সেদিন তার মিষ্টি কথায় তুষ্টি না হলে আজ আর হাসি মুখে কাদতে হতো না।
কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Post a Comment
Post a Comment