শোন,ফেলতে হবে খেয়া জাল 
ঝাক বেধে আসছে জোরে
ঐ যে মাছ সারিসারি
ক'দিন ধরেই অপেক্ষা আয় রে। 

চুপটি করে ঘুঘুর মত আছে বসে 
ঢুকছে তারা জালে বুঝি
আয়রে শিখন খেয়া তুলি 
যাক বাবা কাজ হয়েছে মহা খুশি।

বাপ ছেলে জাল  তুলেই দেখে 
রুই, পুঁটি, টেংরা,বাইলা, খলিশ
সকাল সকাল বাজারে নিস 
মা বলেছে বড় রুইটা রেখেই দিস।