কথায় কথা বাড়ে লেখায়
বাড়ে কবিতা,গল্প,প্রেমকাহিনী, আবেগ
যা দিয়েই আমাদের শিল্প সাহিত্য।
বিবেক মনের চলছে দ্বন্দ
ভালো মন্দের বিচারে হয়েছি অন্ধ
চলছি পথ দেখছি বহুরুপি মানুষ
নিঁখুত তাদের মিথ্যা বলার কৌশল,
সঠিক তারাই আমরা'ত বিবেকান্ধ।
আঁধারে হারিয়ে সময় খুঁজি আলোতে
সময় বদলা নিবে নিজেরই হাতে,
অতীতের ভূল কাজ সামনের বাধা
যতই সাজো তুমি ধবধবে সাদা।
করলে সারা জীবন রঙ্গ তামাসা
এখন কেন এত লোক দেখানো হতাশা।
আবেগ নিয়ে মাতাল খেলা করিস তোরা কারা?
যেদিন বিবেকটারে করব বাকা
জিন্দা থাকতে যাবি মারা।
জীবন কোন কবিতা নয়
কেউ সংগ্রহ করে রাখবে
আজ মরলে কাল দুদিন হবে
কে হে তুুমি তোমার কবিতা
মানুষ সারাজীবন আঁকড়ে রাখবে?
Post a Comment
Post a Comment