সামনে এসে দাঁড়িয়ো না

হে প্রিয়, ছারখার হয়ে যাবে।
আর ভেবোনা অধম বারংবার
রিক্ত হস্তে দাঁড়িয়ে রবে।
ইচ্ছে হলেই কথা বলতে পারি
বলিনা,
বলবোনা আর কখনও।
মনে চাইলেই দেখা করতে পারি
করিনা,
করবোনা আর কোনোদিন।
আবার চাইলেই রটিয়ে দিতে পারি
জন দ্বীপ -দীপান্তরে তোমার
প্রতারণা,
দিইনা,
দিবোনা সহস্র জন্মান্তরে।
সামনে এসে দাঁড়িয়ো না
হে প্রিয়, ছারখার হয়ে যাবে।
আর ভেবোনা অধম বারংবার
রিক্ত হস্তে দাঁড়িয়ে রবে