ধ্রপদীর সেই ভালোলাগাগুলো ক্রমশ ঘনিভূত,
আমার অযাচিত তিক্ততাগুলো ক্রমশ বর্ধিষ্ণু।
সেদিন বারবার করে এসে বললে,
" এই যে শোনো আমি তোমাকে ভালোবাসি"
কুম্ভকর্ণের মতো কান খাড়া করে শুধু শুনে গেলাম।
বিকেলে মেঘের পরশ মেখে বললে,
"বৃষ্টিতে ভেজাবো কি?"
আমি সেদিনের মতোই, বললাম আমার ছাতা আছে।
তারপর থেকে সেই যে তুমি চুপ করে রইলে,
তোমার ধুলিকনাও আমার চোখে পড়ে না।
তারপর থেকেই আমি না-সুখে ভুগছি।
মনের মন্দিরে দেবীর আবির্ভাব,দিব্বি টের পাচ্ছি।
পুজোর ডালা সাজিয়ে এই বুঝি তুমি এলে,
বললে অভিমান করেছি,
মেঘ সরিয়ে আখি মেলে বললাম,
"পূজো নাও,প্রেম দাও,আমি অমর হই"
Post a Comment
Post a Comment