শিক্ষা কি তোমাকে অন্ধকারে ঠেলে দিয়েছে?
না শিক্ষা তোমাকে আলোতে আনতে অপারগ?
তুমি তো নিজেকে সাধু সমাজের ভাবো
জ্ঞানের মশাল জ্বেলে বসে থাকো
পথ হারাকে পথের দিশা প্রদান করে
একরাশ স্তুতির সাগরে অবগাহন কর।
তবে তোমার মাঝে শিক্ষা কোথায়?
অহংকারের পোশাকে মোড়ানো তোমার মন
অন্যের অনিষ্ট সাধনে তৎপর সারক্ষণ।
হিংসার বায়ু তোমার নাসারন্ধ্রে করে আনাগোনা
মস্তিষ্কের অন্ধকার প্রকোষ্ঠে অশুভের অন্তিম আরাধনা।
এ কোন শিক্ষার আলো গায়ে লেগেছে তোমার?
তবে কি শিক্ষা তোমাকে অন্ধকারে ঠেলে দিয়েছে?
না তুমিই সে অন্ধকারে গা ভাসিয়ে দিয়েছিলে?
৯ জুন ২০২১, নিউমার্কেট এলাকা, রাজশাহী।
Post a Comment
Post a Comment