গোধূলির এই শেষ বেলায়
তোমার রঙে রঙিন হবো।
ক্ষনিক সময় তোমার হয়ে
বিদায় স্মৃতি রেখে যাবো।
কিছু কিছু স্বপ্ন তোমার
দেবো স্মৃতির রঙে ভরে।
স্বপ্ন তোমার স্মৃতি হবে
যখন রইবো না আমি তোমার তরে।
গোধূলির এই শেষ বেলায়
তোমার হয়ে থাকবো আমি।
তোমার স্মৃতির মেলায়
হাসিমুখে থাকবো আমি।
Post a Comment
Post a Comment