কবিতায় হোক বিপ্লব, 

 কবিতায় আসুক মুক্তি। 

 এই অমোঘ স্লোগানকে সামনে রেখে, জাহানাবাদ প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে কবি এম ইসলামের হাত ধরে পথ চলা শুরু হলো কবিতা চত্ত্বরের।কবিতা প্রেমি মানুষ ও সাহিত্য সত্ত্বাকে শান্ত ও সিক্ত করতে কবি এম ইসলামের এই মহৎ পথ চলা।

 চত্ত্বরের চিত্রকর হিসেবে ছিলেন শিল্পী কামরুল হাসান। রক্ষনাবেক্ষণে সাগর,খাইরুল মিলন সহ জাহানাবাদ, নজেরের মোড় সহ সমস্ত তষোপাড়ার সর্বস্তরের জন সাধারনবৃন্দ।  

এদিন একটি কমিটিও ঘোষনা করা হয়। কবি এম ইসলামের নেতৃত্ব এই কমিটিতে আরো আছে কামরুল হাসান,গোলাম রাব্বানী,এনামুল হক ও সজিব হাসান।

 এ প্রসঙ্গে কবি এম ইসলাম সাহিত্য ও শিল্পায়নকে একান্ত বার্তায় বলেন " এখানে আছে এক সমুদ্র প্রশান্তি,চোখ জোড়ানো ছায়াবীথিকা,বিস্তুৃত সবুজের সমারোহ,ফুলের সৌরভ আর পাখির গান। 

কথা বলার এক পর্যায়ে কবি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং বলেন এখানে আছে দূর্বা ঘাসের গালিচা, আর মানবিক তৃপ্তির জন্য আছে একরাশ নিকোটিনের ধোয়া। আর কি চাই কবি?