আমি কার, কে কোথায়,

 হয়তো শূন্য পাথার,
আমি হতাশার দাসত্বে,
 শেকল বেড়ি পায়ে,
নয়তো বোবার আর্তনাদ,
 
আমি হাঁটছি কেবল মরুভূমির-
 মিথ্যে মরিচিকায়,
আমায় বন্দি করে, চাপকে ধরে,
 তুচ্ছের কারাগারে,
বিনাশ করে, ধ্বংস করে,
 নিঝুম রাত প্রহরে।

আমি অপেক্ষমান নির্বোধ,
 তবু বৃথাই চেয়ে থাকা,
তাকিয়ে দেখি শুন্য ঝুলি-
 ধূসর হাতের রেখা,
আমি রথ হারিয়ে হাঁটি,
 তোর দৃষ্টিসীমার পথে,
বাঁকা চাঁদে মেঘ পড়েছে,
 পাইনি তোকে সাথে।

আমি বিবেচক এক নির্বোধ!
 পদে পদে করি ভুল।
আমি আমার স্বপ্ন ব্যক্ত কথনে
 সবার চক্ষুশূল!
ঘোলাটে দৃষ্টি, মৃতের আহুতি,
 অথবা বিষের স্বাদ,
 রাতের কালোয় বজ্র বাণে,
 ভূলেরা পেতেছে ফাঁদ।