চল বন্ধু চল,খালা বাড়ি চল
নারকেল পিঠা, দই চিড়ার ঢল
পথের ভাড়া মা দিয়েছে হাতে
তুই কি যাবি? জলদি করে বল।
বাকুর বুকুর গল্পে-গল্পে
নিয়ে আসবো তাল,
গাভীর দুধে পায়েস রাঁধবে কাল
চল বন্ধু চল, খালা বাড়ি চল।
ঝিঁঝি পোকার গল্প জানে
খালু নাকি ঘুমিয়ে আছে জাম বাগানে,
কলা মুড়িও সঙ্গে দিবেরে
চল বন্ধু চল, খালা বাড়ি চল।