মানুষ সহজে ভালোবেসে ফেলে,

মানুষের মতো আমি ওতো বেশি স্বাভাবিক নই,
আমার রিভালবারে ৬ টা গুলি আছে,
প্রথম ৫ টা গুলি দিয়ে আমি পাঁচজন মানুষকে হত্যা করবো,
আর শেষ গুলিটা দিয়ে আমি আমাকেই,
এই ঘটনা ঘটার পর পত্রিকায় তা ছাপা হবে,
এই এক্সক্লুসিভ ঘটনায় ভালো কাটতি হবে
এখান থেকে ওরা দু পাইস কামিয়ে নিবে,
এটাই তো ওদের একমাত্র লক্ষ্য।
যেহেতু আপনারা শিল্পী,
অদ্ভুত সব চরিত্র আপনাদের আকর্ষণ করে,
এইসব লিখেই তো আপনাদের খেয়ে পড়ে বাঁচতে হয়।
এমন একটা চরিত্র সম্পর্কে নিশ্চয় আপনাদের আগ্রহ আছে,
যে মানুষকে ভালোবাসে না,
শুধুই ঘৃনা করে, শুধুই ঘৃনা করে