অভিমান - আকতারুল ইসলাম byসাহিত্য ও শিল্পায়ন -June 18, 2021 মেঘ এসেছিল কালজানতে চেয়েছে, তুমি কেমন আছো?আমি বলেছি সে আর আমার খোঁজ নেয়না,অভিমানে আমি তার খোঁজ নেয়া ছেড়ে দিয়েছি।সকালে বৃষ্টি এসে জানতে চায়,তুমি আবারো ভিজতে চাও কিনা?আমি বললাম,সে আর আমার সাথে ভিজে না,তাই আমিও আর বৃষ্টি ছুঁই না অনেকদিন।
Post a Comment
Post a Comment