আকাশে কালো মেঘ..
মনে প্রেমের আবেগ,
অঝর শ্রাবণ..
বৃষ্টির বর্ষণ ।
দূরকাশে মেঘেরা আজ মেতেছে ,
নামাবে বৃষ্টি সুখের পরশ ছুঁয়েছে ।
বৃষ্টিরা এলোমেলো,
মনটা বৃষ্টিময় হলো ।
বৃষ্টির তালে মনে প্রেমের আশ জাগে ,
গাঁছ গুলো চির সবুজ লাগে ।
বৃষ্টির মোহে..
মনে ছন্দের আলাপন ,
বৃষ্টি ছুঁয়ে ছুঁয়ে..
কবিতা গদ্যের সমাগম ।
বৃষ্টি নিয়ে শত শত..
কবিতার জন্ম ,
এই বৃষ্টির দিনে..
কবিতা প্রেমীরা বৃষ্টির কবিতায় মগ্ন ।
বাতায়নে চোখ রেখে..
আহ ! কি মজা লাগে,
দেখতে বৃষ্টি ।
একবার শেষ হয়..
আবার শুরু হয় বৃষ্টি ,
বিধাতার অপরুপ কি সৃষ্টি ।।
রচনাকাল/ ১০_১০_২০১৯
Post a Comment
Post a Comment