বৃষ্টিভেজা রাতে ডিঙি নৌকায় বসে,
মাঝ নদীতে তুমি আর আমি।
একটা স্টপে খিচুড়ী আর ডিম ভাজি,
তারপর পানির সাথে কথাকপোথন,
ভাসালে প্রেমের ভেলা,
এ কোন রাত্রিবেলা।
তুমি আমি আর নৌকা,
শুধুই জীবনের কথা বলে।
তারপর চাঁদের আলোয়,
একটা সিগারেটের আগুনের মতই জীবন উজ্জল।
ভালোবাসা ঠিক মাঝনদীর মতই ভাসমান,,
আর সেখানে প্রেম ও যৌনতা
মিলেমিশে একাকার