ছোট্ট একটি গ্রাম মোদের।
ছোট্ট একটি মাঠ।
সেথায় আছে নদী নালা
পুকুরে তার মাছে ভরা।
গাছে ভরা ফল।
সবই মিলে রান্না হবে
নিমন্ত্রণ থাকবে একদল।
গরুর দুধ আখের চিনি
মিলে হবে দই।
তার সাথে থাকবে আবার
আমন ধানের খই।
সবশেষে বল যদি সুপারি
পান কই।
সবকিছু দেওয়া হবে
বাকি থাকবে না কিছুই।
সত্যি বন্ধু বলতে পারো
এ গ্রাম টা মায়ের মতই।
Post a Comment
Post a Comment