আমাকে নিয়ে চলো ৭১-এ 

হে মুক্তিযোদ্ধা, নিয়ে চলো সেই রণাঙ্গনে

আমি এ প্রজন্মের তরুণ

দেখিনি চোখের সামনে প্রতিবেশীকে লাশ হতে 

দেখিনি প্রিয় বন্ধুর কাঁদতে কাঁদতে দেশ ত্যাগ

জমাট বাঁধা বেদনা অনুভব করিনি 

উঠোনে শূন্য দৃষ্টে চেয়ে থাকা বালকের

যার বাবা, বড় ভাই যারা কিনা ছিল মুক্তিযোদ্ধা 

অপারেশনে গিয়ে বোমার আঘাতে শহীদ হলো ।

কান্না শুনিনি , দুধের বাচ্চার সামনে নির্যাতিতা বীরাঙ্গনার

দেখিনি স্বামী- একমাত্র সন্তান  হারিয়ে

বোবা হওয়া নারীর মুর্তি, অথচ সে জীবিত।

আমি এ প্রজন্মের তরুণ

আমাকে নিয়ে চলো, আমি অস্ত্র ধরবো 

গ্রেনেড ফাটাবো শত্রু আস্তানায়

" বীর বাঙ্গালি অস্ত্র ধরো , বাংলাদেশ স্বাধীন করো।"

স্লোগানে পতাকা উড়িয়ে মিছিল করবো ।

আকাশ বাতাস আন্দোলিত করবো

নজরুলের " কান্ডারী হুশিয়ার" কবিতায়।

আমি এ প্রজন্মের তরুণ

আধুনিকতার মোড়ক দেখে ভেবো না

বুকের প্রাসাদে সাহসী প্রহরী নেই।

অনলাইনে গেম খেলি বলে ভেবো না 

দুহাত শক্ত করে অস্ত্র ধরার শক্তি নেই।

আমার মিটমিটে চেতনা ফুঁড়ে 

নীলিম আকাশে উড়ে স্বাধীন পতাকা

বুকের সবুজ প্রান্তরে উঠে 

শহীদের রক্তে রাঙা স্বাধীন সূর্য

আমাকে নিয়ে চলো, আমি মুক্তিযুদ্ধে যাবো

দেশমাতৃকাকে বাঁচাতে মরে যাবো 

আমি এ প্রজন্মের তরুণ, আমাকে নিয়ে চলো।