আমার চোখে তুমি মা
নরপশু যারা তাদের কাছে যা-তা,
কেউ বলে "মাল" কারো কাছে ভোগ্য পণ্য
কেউ কিঞ্চিৎ পয়সা লাগায়,
তোমার শরীর ভোগের জন্য।
কোভিড মহামারীর গত সনে
এদেশে নারী দিবস পালিত হলো
রেকর্ড সংখ্যক গণধর্ষণে।
আর হেথায় রাষ্ট্র বসে আঙ্গুল চুষে
ইঁদুর গর্তে দেশদ্রোহী খুঁজে,
ওরা যে তোর ত্রাণের বস্তার পাশেই বসে!
দিনের বেলায় বক্তা তোরা
রাতে মদ আর নারী,
ফের সকালে বলবি
মাকে তোরাই বারোভাতারি