একটি অলস কথার মাঝে
তুমি এসেছিলে আমার সাহিত্যে
আমার কবিতার দরদ কোনদিন
ছিলো না তোমার মনে
মাঝরাতের কলমে,আর হুইস্কির গ্লাসে,
ছিলো সবটুকু প্রেম।
ভালোবাসা ছিলো না,
যা ছিলো, সেটা অবহেলা
মুর্খরা কবি হয় না,
কবি হয় প্রেমিকেরা।
আর সেই প্রেম চার দেয়ালের
ছলনায় হয় কাম,
অথচ আমিও ভালোবেসেছিলাম
কবিতা, সমাজ আর মুখোশ
কবি, প্রেমিক আর প্রেমিকা
এগুলোর থেকে মুক্তি কই
মুক্তি শুধু রঙ্গালয়ে।