তুমি চেয়েছিলে
চোখ জুড়ানো ঘাসের বুকে
নগ্ন পায়ে হাঁটতে,
ফুল-পাখিদের সৌরভে রঙিন
প্রজাপতির ওড়াউড়ি দেখতে।
গভীর সমুদ্রের উত্তাল প্রশান্তি
আর পাহাড়ের হাতছানি,
আমি চেয়েছিলাম তোমার কন্ঠে
আমার কবিতাখানি।
চেয়েছিলে তুমি
নীল আকাশের বুকে মুক্ত
শুভ্র মেঘের ছড়াছড়ি,
আমি চেয়েছিলাম তোমার হাতেই
উঠুক আমার নাটাই-ঘুড়ি।
প্রেম পাথারে স্বর্গদ্বারে
ঘুম না ভাঙ্গা প্রভাত,
স্বীয় আত্মা আর ঈশ্বরের সাথে
কথা বলা সারারাত।
তুমি চেয়েছিলে।
তুমি চেয়েছিলে,
বৃষ্টি ভেজা কাক অথবা
নীলকণ্ঠী কিংবা চাতক
পক্ষীর মত অতিষ্ঠ অপেক্ষায়
এলিয়েন বা ক্ষণিক মানবী হতে!
আর আমি চেয়েছিলাম?
কথা বলার নিশ্চয়তাটুকু দিও,
ভুল করে তোমায়
ভুল বুঝেছিলাম প্রিয়,
তাইতে আমার বক্ষে লালিত
অবহেলিত ভালোবাসাটুকু নিও