মা গো আমি মৃত সৈনিক তোমারি বুকের পরে
মা গো আমার মৃত্যু হয়েছে তোমারি সেবার তরে।
মা গো তুমি তো আমায় বলেছিলে হতে শান্ত
কিন্তু আমি পারিনি,
কীভাবেই বা পারব?
যখন তোমারি সন্তানরা তোমার পবিত্র অঙ্গ ক্ষত-বিক্ষত করে
সভ্যতার চাদর মুড়ে আছে বসে,
তুমিই বল আমি কীভাবে হব ক্ষান্ত?
মা গো তারা তো তোমার অমৃত সুধাকে
রূপান্তর করেছে নীল গরলে,
বল মা তাদের না রুখে আমি কীভাবে হব ক্লান্ত?
মা গো তোমার প্রশান্তির নিঃশ্বাস আজ কোথায়?
তোমার সভ্য কুলাঙ্গার সন্তানরা আজ তা করেছে গ্রিন হাউজ গ্যাসের ভাগাড়,
তুমিই বল আমি কীভাবে হব শান্ত?
মা গো আমি তোমার পাগল ছেলে,
কিছু সহযোদ্ধা কৃষক,শ্রমিক,মজুর
ভাইদের নিয়ে লড়েছি,,
কিন্তু তোমার সেই সভ্য কুলাঙ্গার ছেলেরা
আমাদের উপর ঝাপিয়ে পড়েছে ক্ষুধার্ত হায়নার মতো
পারিনি মাগো পারিনি তোমায় বাঁচাতে পারিনি
তুমি আজ মৃতপ্রায়,
আর আমি আজ মৃত সৈনিক
Post a Comment
Post a Comment