আসছে ধেয়ে অন্ধকার সময়

জ্ঞানশূন্য, বিবেকবর্জিত প্রজন্মের।
অশিক্ষা, কুসংস্কারের অমানিশা
পুনরায় গিলে খাবে পুরো ধরনী।
ছুটে পালাবে সবাই দিগ্বিদিক
একটু আলোর সন্ধানে, একফোঁটা আলো।
এতই কি সহজ হবে খুঁজে পাওয়া দিশা?
যখন চারিদিকে কালো হয়ে নামবে ঘোর অমানিশা।
ছুটে পালাবে সবাই দিগ্বিদিক,
কালো অন্ধকারে ঢেকে যাবে পথঘাট।
অনুসন্ধানী চোখের অভিযাত্রা অব্যহত রবে শুধু
একটু আলোর সন্ধানে, একফোঁটা সিন্ধ আলো।
মুছে যাবে ,দুঃখবোধ, আছে যত কালো।

৫ জুলাই ২০২১, রংপুর।