আমরা হারিয়ে যাই না,
পরিবর্তিত হয়ে যাই,
মস্তিষ্ক মনি হারিয়ে হয়ে
যায়
অমরত্ব লোভী,
অতৃপ্ত আত্মা এক।
পৌনঃপুনিকতা পেতে চাই,
যা আদৌ হবার নয়।
নিগূঢ়ার্থে আমরা সবাই
অমর প্রান,
বিনাশহীন মহিমায়।
জীবাত্মাকে জীবিত রাখার
প্রাণান্ত প্রচেষ্টায়,
তবুও তা বিলীন হয়ে যায়।
দেহান্তরে আত্মার মুক্তি হয়,
কিন্তু চেতনার মুক্তি?
সেটা কালান্তরেও সম্ভব নয়।
অথচ তুমি যদি আমি হতে,
আর আমি হয়ে যেতাম তুমি!
কুসুম গোধূলির
স্নিগ্ধ গহীন মায়ায়
Post a Comment
Post a Comment