\
ওগো প্রিয়সী কেমন আছ তুমি? আজ জানিনা,
আমার সে অধিকার নেই,তুমি দাওনি,
তুমি বলেছিলে চলে যাও আমার জীবন থেকে,
আমি চলে গেছি,
তুমি একবারো আমার মনের খবর নাওনি।
আজ হয়তো অন্যকারো বুকে তোমার অবস্থান
হয়তো অন্যকেউ তোমার কপালে পড়ে থাকা চুল সরিয়ে
আলতো পরশ একে বলে ভালোবাসি।
আমার বুক ভরা আজ বিষাক্ত নিকোটিনের ধোঁয়া,
চোখ দুটো রক্ত লাল,
আমার বুকে আজও তোমার ভালোবাসা
না,না,বিষাক্ত ভালোবাসা।
আজও আকাশের সপ্তশী মন্ডলের মাঝে
তোমার মুখের অবয়ব চোখে ভাসে,
কেননা ভালোবাসি।
তুমি আমায় চেনোনি প্রিয়সী, সে চেষ্টাও করনি কেনোনা
আমি কাঙাল, ভালোবাসার কাঙাল।
ওগো আমিতো তোমার দেহ চাইনি,
চেয়েছি তোমার মনের মাঝে একটুকরো জমিন,
তা তুমি দিতে পারতে,
তুমি দাওনি।
লোকে বলে ভালোবাসা নাকি পবিত্র,
কিন্তু আমি বলবো ভালোবাসা বিষাক্ত।
সে বিষের বিষক্রিয়ায় আজো আমি জলছি
নির্ঘুম চোখের নিচের কালি জানে এর তিব্রতা,
আমিতো এমন চাইনি,
চেয়েছি একটা মানুষ,
যে হবে আমার ক্যানভাস
আর আমি হব লিওনার্দো দ্যা ভিঞ্চি,
যার মাঝে ভালোবাসার রং তুলি দিয়ে
আমি ফুটিয়ে তুলবো আমার মোনালিসাকে
Post a Comment
Post a Comment