দরজার ওপাশ থেকে বৃষ্টির টুপ-টাপ,
শব্দ ভেসে আসছে হালকা বাতাসের সাথে।
মাঝে মাঝে ঠান্ডা হওয়া শরীরটা কাঁপিয়ে,
দিচ্ছে তার নিজের মত করে আলতো ছুঁয়ে।
আজ প্রকৃতি কেঁদে চলেছে তার এক মনে,
কোথাও যেন কালো ছায়া তাকে ঘিরে ধরেছে।
বৃষ্টিস্নাত এই সজীব-সতেজ দিনে ঘাসের,
ওপর খালি পায়ে দৌড়াদৌড়ি করতে হবে।
সাথে যদি পাশে সপ্নের মানুষ থাকে তবে,
দুজনে হাতে হাত রেখে চলতে বেশ লাগবে।
কোথা কেউ নেই আছি শুধু তুমি আর আমি,
সেই নির্জন বাগানে খোলা পুকুর পাড়ে বেশ।
এমন যদিও কখনো ঘটেনা স্বপ্ন হৃদয় ,
আবেগ,শূন্যতা বিরাজ করা সময় ব্যতীত।
তাই বিছানা থেকে নেমে হেঁটে চলছি নিজ,
মনের মত করে যাতে বাসনাটা মিটে।
বৃষ্টি পানি টুপ-টাপ করে পড়ছে কোথাও,
ঝনঝন শব্দে কান্না হয়েও ঝড়ে পড়ছে।
আজ কেন জানি বৃষ্টির সাথে কাঁদতে ইচ্ছে,
করছে মনে হচ্ছে জীবন বড়ই নিষ্ঠুর।
অবহেলার কষাঘাতে দুমড়ে মুচড়ে যায়,
পাপে জর্জরিত হয়ে থেমে গেছে যাচ্ছে আজ।
হায় বৃষ্টি এইক্ষনে তোর কান্নার কারন,
আমি বুঝেছি আমাকে তোর সঙ্গে কাঁদাবি।
পাপে জর্জরিত পৃথিবী থেকে পাপ ঝরাবি,
আর এক নতুন সাঁজে পৃথিবীকে সাঁজাবি।
এই বৃষ্টি তুই কি সত্যি সত্যি পৃথিবী থেকে,
দূর্নীতি,রাহাজানি,খুনাখুনি,মিথ্যাচারের।
কালো বীভৎস অন্ধকারাছন্ন মূল বীজ,
তুলে নিয়ে এক সুন্দর এক পৃথিবী বানবি?
এই বৃষ্টি তুই কি আজ সকল মানুষের,
নফসের কলুষিতা দূর করে ফেলে দিবি?
এই বৃষ্টি তুই কি পৃথিবীতে আজ রহমত,
হিসেবে এসে নতুন প্রানের সঞ্চার ঘটাবি?
বৃষ্টি তুই কি আজ সকল মানুষের হৃদয়,
কাবার সমতুল্য করে গড়ে তুলবি বুঝি?
যদি তুই সত্যিই সত্য নিয়ে আসিস,কেন
তুই পৃথিবীর দুঃখ মোচন করছিস না?
২৬-০৪-২০২০
Post a Comment
Post a Comment