একটি কাক করে কা কা
ভাত দে ভাত খা
তোর আছে ভরি ভরি
তবুও করিস কাঙালের ধন চুরি
তুই শুধু বেচে থাক করোনায়
আমি মরি ক্ষুধা আর যন্ত্রনায়
মাছ ভাত খাস তুই হেসে
আমি মরি না খেয়ে অশ্রু জলে ভেসে।
দেখে শুনে ফ্যাতারু কয় রেগে
তোদের বাল ছিড়বো এবার তোদের হাতে বসে
নিজে হাতে ছিড়বি বসে একটি করে বাল,
তারপর দেখবো আমি
কেমন হয় তোদের হাল।
ছেড়া বালের যন্ত্রনায় বলবি বাপ রে মা,
পাপের বোঝা হালকা হবে
যা ওরে শয়তান, আজি মরে যা।
Post a Comment
Post a Comment