রাত্রি যখন ভোর হল
সাইদ তখন বেরিয়ে গেল,
গারো পাহাড়ের ফাঁকে
দেবদারু দাড়িয়ে ছিল।
বাঁশে বাঁশে বাগানগুলো
সাজিয়ে দিল গারো পাহাড়,
বন থেকে বনের মত
কত পাখপাখালি ছিল সেথা,সৃষ্টি যে তাঁর।
গারোর ঘনত্ব, পার্কের প্রাণিত্ব
ওরা পোষ মানা দেখছ না,
ডরা কাটা,নকশা কাটা
সারাক্ষণ রূপ মাখায় থাকে ময়ুরডানা।
প্রকৃতির অবলা আকশ ভরা
খড়কুটোর চাদরমুড়া গজনি অবকাশ,
সবাই স্বাধীন বন্যরা হতে চায়না অন্যের দাশ
মায়া-মমতায় পরশপর প্রকৃতিপূর্ণ মনোভাব।