জুলাই, ২০১৯,  রংপুর

----------------------------------------------

আমার আকাশে একদা তাঁরা হয়ে ছিলে।

মনে মনে ভাবতাম যে দ্যুতি ঠিকরে পড়ে

তার মূল্য নিরূপণে আমি বড়ই অক্ষম

ঝলমলে আলো দূরদূরান্তে আছড়ে পড়ত,

হয়তো আমার মতো অনেকেরই

হিসেব নিকেশে ভুল হয়েছে বারবার


কল্পনায় যে আকাশ অঙ্কন করি তার 

তাঁরাগুলো হয়তো বাস্তবে আদৌ জ্বলে না!

বরং অন্ধকার সাগরে মরীচিকা হয়ে আবির্ভূত হয়

সেই মরীচিকার মোহে আবিষ্ট আমি ভুলের খেলায় মাতি

কখনো বা কল্পনা বিলাসে মত্ত হয়ে ব্যর্থতাকে ঢাকি।


আজ যখন হতাশা বুকে নিয়ে আকাশটাকে চেয়ে দেখি

নিজের অসহায়ত্বের বাস্তব প্রতিচ্ছবিটা  ভেসে ওঠে,

লজ্জা ও অনুশোচনায় নিজ মুখখানি ম্লান হয়ে আসে

আমার এখনকার আকাশ বড়ই নিষ্প্রভ ও মলিন।

মিছে কোন তাঁরার আলোর ইন্দ্রজালে কিংবা অদৃশ্য

কোন মায়ার ফাঁদে আর কখনো পড়তে চাইনা