ভারতে বিজেপি নেতা কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী কর্তৃক  আজ একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ থেকে রাবির শিক্ষার্থীগণ ভারতে মহানবীকে অবমাননার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং সকল প্রকার সংখ্যা লঘুদের নির্যাতন বন্ধের আহবান জানান। সমাবেশ থেকে রাবি সংস্কৃত তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলামিন জানান, মহানবীকে আমরা আমাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। উনার অবমাননা কাম্য নয়, এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। আরেকজন শিক্ষার্থী নাজমুল ইসলাম রিয়ান বলেন, এই পৃথিবীতে প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং সংখ্যা লঘুদের ওপর যে নির্যাতন হয়ে আসছে তা বন্ধ করতে হবে। বেলা ১২ টায় মিছিলটি শুরু হয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে প্যারিস রোডে এসে গণসমাবেশের মাধ্যমে শেষ হয়।

- সুপ্ত বিহঙ্গ, রাবি প্রতিনিধি