কবিতার নামঃ পৃথিবী
কলমেঃ মোছাঃ কুলসুমা খাতুন
তারিখঃ ২০/০৮/২০২১
পৃথিবী,পৃথিবী,পৃথিবী
আজব এক পৃথিবী।
কি নিষ্ঠুর মানুষ,
বসবাস করে,
তারই বক্ষতলে।
দিন দুপুরে,
ভোর বেলাতে,
চোরের উৎপাতে,
যায়না ঘরে,
আরাম করে,
শুয়ে বসে থাকা।
চোরের ভয়ে মানুষগুলো,
হয়েছে ছন্নছাড়া।
চোরগুলো সব আস্ত শয়তান,
মানুষকে জব্দ করে।
মানুষগুলোও জব্দ হয়ে,
থাকে ঘরের কোণে।
যার জিনিস তাই ভয়ে,
চোর সেজে থাকে।
চোরগুলো মালিকের মত,
বাহাদুরী করে।
কেন এমন হচ্ছে,
যায়না বোঝা সহজে।
Post a Comment
Post a Comment