·        

 

রাত তিনটা বাজে বারান্দায় বসে আছি আমি হাতে ডাইরি নিয়েসবাই ঘুমাচ্ছে, শুধু আমি জেগে আছিকি কারনে জেগে আছি, তা জানি নাযাদের ঘুম হয় না তারা জানে নির্ঘুম রাত্রি কত দীর্ঘ হয়, কতটা জ্বালাময়একাকিত্ব গ্রাস করে যেনগলাটা পিপাসায় শুকিয়ে গেছে, তাও উঠে গিয়ে  পানি আনছিনা

আকাশে আজ চাঁদ ওঠেনিঅমাবস্যা চলছে সম্ভবত, গাঢ় অন্ধকার পৃথিবীকে গ্রাস করছেনিস্তব্ধ এ রাতে আমি জেগে আছ,  আশেপাশে বাড়িগুলো থেকে ফ্যানের শব্দ ভেসে আসছে

ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছেমন ও দিকে দিতে না চাইলেও কানের মধ্যে চিঁচিঁ আওয়াজ অবিরাম প্রবাহিত হচ্ছেইচ্ছে করছে একটু হেঁটে আসিকিন্তু পানি পান করার জন্য যেখানে আমি উঠছি না, অলসের মতো পড়ে আছি, সেখানে বাইরে হাঁটতে বেরোবার এ কথা ভেবে আমার মস্তিষ্ক হয়তো আমাকে ব্যঙ্গ করছদূর থেকে নদীর স্রোতের কলকল ধ্বনি ভেসে আসছেদূরের ওই মধুর ধ্বনি বাতাসের মৃদুমন্দ প্রবাহের তালে কানে প্রবেশ করছে কোনো জেলে মাছ ধরছে নদীতেমাথার ওপরে মনে হয় একটা  টিকটিক স্থির হয়ে পড়ে আছে,মনে হয় নির্ঘুম আমাকেই দেখছে আর হাসছেভাবছে, এখানো ঘুমাচ্ছে না কেন?