আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়... খুরশীদ আলমের এই গানের কথার সাথে আমরা মোটেও একমত নই। একদিনই কেন ভালোবাসতে হবে আর কোনোদিন কেন নয়? ১৪ ফেব্রুয়ারি একটি দিনই কি ভালোবাসার জন্য যথেষ্ট? ভালোবাসা কি একটি দিনেই সীমাবদ্ধ হও্য়ার মতো তুচ্ছ বিষয়? যুগে যুগে ভালোবাসা নিয়ে ইতিহাসের শেষ নেই। সব ইতিহাস কি একদিনকে ঘিরেই ঘটেছিল? না ভালোবাসা হওয়া উচিত প্রতিদিনের চলার পথের গতি। তবে ১৪ ফেব্রুয়ারি হতে পারে সেই দিনকে আরো বেশি গুরুত্ব দিয়ে উপভোগ করার অন্যতম মাধ্যম।

 

এই দিনটি হতে পারে প্রিয়জনকে বিশেষ কোনো না বলা কথা বলার দিন। হয়তো কাউকে আপনার খুব পছন্দ কিন্তু বলতে পারছেন না, বেছে নিতে পারেন আজকের দিনটিই। আবার ব্যস্ততার ভিড়ে হয়তো প্রিয়জনকে সময়ই দেয়া হয় না, আজকের দিনে ঘুরে আসতে পারেন তাকে নিয়ে কোনো রোমান্টিক সুন্দর জায়গায়। অনেকেই বলে থাকেন একদিনের ভালোবাসায় আমরা বিশ্বাসী না, তাহলে তাদের কাছে প্রশ্ন, তা জনাব প্রতিদিন কি তাহলে প্রিয়জনকে সময় দেয়া হয়? মোটেও না। তবে কেনো এই বাহাদুরি আলাপ? এই মিষ্টি কথার দুষ্টু ফাঁদে পা দেবেন না। প্রতিদিনই হোক ভালোবাসার দিন কিন্তু ১৪ ফেব্রুয়ারি যেনো হয় প্রতিদিনের চেয়ে একটু আলাদা। তাছাড়া ফাল্গুন এবং ভালোবাসার দিন যখন একই দিনে সেক্ষেত্রে প্রকৃতির এক অপরূপ রূপের সাথে হারিয়ে যাওয়ার ভাগ্য ক'জনারই হয়।

উপহার দিতে পারেন প্রিয়জনকে তার পছন্দের কিছু, চাইলে তার পছন্দের খাবারও খাওয়াতে পারেন। প্রিয় মানুষকে কোথাও ঘুড়তে নিয়ে যেতে পারেন। এক কথায় দিনটি যেনো দুজনের জীবনের ক্লান্তি, অবসাদ দূর করে সতেজ আরেকটি নতুন দিনের দিকে নিয়ে যেতে পারে। এটা না হয় গেলো কপোত-কপোতির দিন উৎযাপনের কিছু ভাবনা। কিন্তু এমন যদি হয় আপনার জীবনে এখনো তার আগমন ঘটে নি তাহলে কি করবেন? তাহলে আপনার আরো বেশি সুবিধা। প্রিয়জন বলতে তখন বাবা-মা, ছোট ভাইবোনদের সাথে সুন্দর সময় কাটান কিংবা সুবিধাবঞ্চিত কিছু মানুষের পাশে দাঁড়ান। তাদের কিছু কিনে দেয়ার প্ল্যান করুণ কিংবা এটাও না পারলে তাদের মনের কষ্টের কথাগুলো পাশে দাঁড়িয়ে শুনুন। দেখবেন আপনার ভ্যালেন্টাইন ডে এবং ফাল্গুন সবার চেয়ে সেরা। ফাল্গুনের রঙের মতো ঝলমলে এবং ভালোবাসার আলোয় আলোকিত করে আনন্দে কাটান আজকের দিনটি।